মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ভ্রাম্যমান আদালতের অভিযান। অবৈধ উপায়ে মাটি উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকার অর্থদন্ড করা হয়েছে। গতকাল সোমবার বানিয়াচং উপজেলার ৫/৬ বাজারের পাশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ৫/৬ নং বাজারের পাশের ভূমি থেকে অবৈধ উপায়ে মাটি উত্তোলন ও পরিবহনের অপরাধে রতনপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে রিপন মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে রিপন মিয়াকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান ও ৫/৬নং ইউনিয়নের সহকারী ভূমি কর্মকতা মোঃ মুজিবুর রহমান।