নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমানের জন্মশর্ত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়ছে। উপজেলার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, কৃষকলীগের আহবায়ক এডঃ শেখ শাহনুর আলম ছানু, যুগ্ম আহবায়ক রেজা আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, রাব্বি আহম চৌধুরী মাক্কু, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আহমদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, এটিএম রুবেল, সামিরনুর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভায় ফ্রি চক্ষু শিবির, সুবিধা বঞ্চিত শিশুদের খাবার ও মুল্যবান কিছু জিনিস প্রদান, প্রত্যক ধর্মীয় প্রতিষ্টানে মোনাজাত মিলাদ ও দোয়া প্রার্থনা, কুইজ প্রতিযোগিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্টান আয়োজনের সিদ্ধান্ত হয়।