এক্সপ্রেস ডেস্ক ॥ অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে আটক সবাইকে ফেরত না পাঠিয়ে তাদের একটি অংশকে বৈধ করে নিতে চাইছে মালয়শিয়া সরকার। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ হামিদ হামিদিকে উদ্ধৃত করে দৈনিক ‘দ্য স্টার’ শনিবার জানিয়েছে এই খবর। মালয়শিয়ায় গত সপ্তাহে শুরু হওয়া অভিযানে এই পর্যন্ত প্রায় ৫ হাজার আটক হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। এর মধ্যে প্রায় সাড়ে চারশ’ বাংলাদেশি রয়েছেন। আহমদ হামিদ বলেন, আটক সবাইকে দেশে ফেরত পাঠানো হবে না। “কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিদেশি কর্মী প্রয়োজন। ওই সব ক্ষেত্রের কর্মীদের আমরা সুযোগ দেব, যাতে নিয়োগকারী সংস্থা তাদের কাগজপত্র দিয়ে বৈধ করে নিতে পারে।” আটক শ্রমিকদের সঙ্গে কথা বলে অনেকের কাছেই প্রতারিত হওয়ার অভিযোগ পেয়েছেন বলে মালয়শিয়ার মন্ত্রী জানান। “তাদের বৈধ কাগজপত্র দেয়া যেমন হয়নি, যদিও তাদের ৩ থেকে ৮ হাজার রিংগিট বেতন দেয়া হত।” “এজন্য তাদের শাস্তি হওয়া উচিত নয়, শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে,” বলেন আহমদ হামিদ। অবৈধ অভিবাসীবিরোধী অভিযান এই মাসজুড়ে চলবে বলে মন্ত্রী ইতোপূর্বে জানিয়েছিলেন। বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এখন মালয়শিয়া বেশ গুরুত্বপূর্ণ। বেশ কিছুকাল বন্ধ থাকার পর দেশটিতে সরকারি পর্যায়ে কর্মী পাঠানো সম্প্রতি শুরু হয়েছে।