মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোর রাতে আন্তঃজেলা ডাকাত মন্না (৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়- গতকাল মঙ্গলবার ভোররাতে চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের মাহমুদ মিয়া ওরপে মাহমুদ চানের ছেলে আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল মন্নান ওরপে মন্না ডাকাত তার দলবল নিয়ে ডাকাতি করার জন্য নোয়াপাড়া রেলওয়ে এলাকায় প্রস্তুতি নিচ্ছিল। এসময় থানার এস.আই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মন্নাকে গ্রেফতার করে। এসময় তার সহযোগিরা পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ৭টি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।