স্টাফ রিপোর্টার ॥ ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত দুই ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শুক্রবার সকালে ও বিকেলে এই দুই ভবনের উদ্বোধন শেষে পৃথক সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতা করেন সংসদ সদস্য। এগুলো হলো ৭৭ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৬ লাখ টাকা ব্যয়ে একই উপজেলার দীঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন। মোট ১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ভবনগুলোর উদ্বোধনী ফলক উন্মোচন শেষে পৃথক সুধী সমাবেশে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার প্রতিটি প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে দিচ্ছে। সেই শিক্ষার অগ্রগতিকে প্রাধান্য দিয়েই হবিগঞ্জে উন্নয়ন কাজ করে যাচ্ছি। এ সময় বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।
সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ওয়ালি মিয়া এবং দীঘলবাকে সভাপতিত্ব করেন ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সেবুল আহমেদ।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশরাফ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মোত্তালিব, মোঃ সফর আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠিনক সম্পাদক নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ আনু মিয়া, খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদ, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।