প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা কাজী সমিতির বার্ষিক সাধারণ ও কাউন্সিল গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্টিত হয়েছে।
সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সর্বসম্মতিক্রমে কাজী মাওলানা আব্দুল জলিলকে সভাপতি, কাজী মাওলানা মোঃ আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক, কাজী মাওলানা মোঃ আবুল খায়ের সানুকে সহ-সাধারণ সম্পাদক, কাজী মাওলানা মোঃ আব্দুস ছালামকে সাংগঠনিক সম্পাদক, কাজী মাওলানা মোঃ নামজুল হোসেনকে অর্থ সম্পাদক ও কাজী মাওলানা শাহ শামছুল আলমকে প্রচার সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পূর্ণ গঠন করা হয়েছে। উক্ত কমিটি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। সভায় সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল জলিল বলেন, ইসলাম বিদ্বেষী একশ্রেণীর তথাকথিত মানবাধিকার কর্মীরা বিভিন্ন সময় কাজীদের বিরুদ্ধে অসংলগ্ন কথা বলে বেড়ায়। তাদের এহন্য কাজের বিরুদ্ধে কাজী সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।