স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী হল:- চুনারুঘাট পৌর এলাকার দক্ষিণ হাতুন্ডা গ্রামের মোঃ ছালাম মিয়ার পুত্র সিরাজ মিয়া (৪০)। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে অবু হানিফসহ একদল পুলিশ
বৃহস্পতিবার ভোর রাতে চুনারুঘাট পৌর এলাকার দক্ষিণ হাতুন্ডা গ্রামের মাদক বিক্রেতা সিরাজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা ও ২১ বোতল ফেন্সডিল জব্দ করা হয়। বিষয়টি পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।