মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অজ্ঞান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধকে উদ্ধার করেছে হাসপাতালে ভর্তি করেছে মওলানা আছাদ আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ওই বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় দেখতে পান শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল ৫টা পর্যন্ত এ হতভাগা বৃদ্ধের কোন পরিচয় বা স্বজনদের সন্ধান মেলে নি। মাঝে মধ্যে জ্ঞান ফিরলেই প্যাল প্যাল করে থাকিয়ে কি যেন খুঁজছেন এ বৃদ্ধ। সকাল ১১টার দিকে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান এসএফএম শাহজাহান। তিনি অজ্ঞাত এ বৃদ্ধের সুচিকিৎসার নির্দেশ দেন। বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায় ডাঃ এমএইচ মোরছালিন কয়েকজন নার্স নিয়ে এ বৃদ্ধের চিকিৎসায় নিয়োজিত। হাসপাতালে ইসিজি মেশিন থাকলেও কোন টেকনিশিয়ান নেই। তাই ডাঃ মোরছালিন নিজেই বিশেষ ব্যবস্থায় ইসিজি করছেন।
ডা. মোরছালিন জানান, এ বৃদ্ধ ষ্ট্রোক ও নিউমোনিয়ায় আক্রান্ত। আমরা সাধ্যমতে রোগীকে সুস্থ্য করার চেষ্টা করছি। কিন্তু তার সমস্যা জটিল। এ মুহুর্তে তার স্বজনদের পাশে থাকার প্রয়োজন। সরকারিভাবে ঔষধসহ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, অজ্ঞাত বৃদ্ধ হাসপাতালে ভর্তির খবর পেয়ে সেখানে একজন অফিসারকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে।