লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে জামাই-শ্বশুর পরিবারে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় করাব গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের নূর মিয়া তার মেয়ের জামাই ললিজ মিয়ার নিকট থেকে অনেক দিন আগে ৫০ হাজার টাকা কর্জ নেন। জামাই ললিজ মিয়া তার পাওনা টাকা চাইলে শ্বশুর নূর মিয়া দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করে আসছেন। গতকাল আবারো টাকা চাইলে উভয়ের শ্বশুর-জামাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। এছাড়া বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।