স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল-মিরপুর সড়কে সুঘর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে একদল ডাকাত ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়। এমন খবর পেয়ে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ৩ ডাকাতকে আটক করে। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃতরা হল, সদর উপজেলার মজলিশপুর গ্রামের সোহেল (৩০), নুর আলম (২৫) ও আরজু মিয়া (৩৫)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।