শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রবিবার বিকেলে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই ভবনটি নির্মাণ করছে। এমপি আবু জাহির এর মাধ্যমে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হচ্ছে বলে জানিয়েছেন এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শীবেন্দ্র চন্দ্র দেব শিবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইমরান হোসেন রুবেল, সৈয়দ ইমদাদুল হক আখল মিয়া প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিল্পী রায়। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ার হোসেন দিলু। অনুষ্ঠানের শুরুতেই এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকদের কারণে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। বর্তমানে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com