নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামে একটি সরকারী গোপাট দখল করে নিচ্ছেন কতিপয় প্রভাবশালী। এনিয়ে দুটি পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি প্রতিকারের জন্য গ্রামের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে জানা যায়, দীর্ঘকাল থেকে রিফাতপুর গ্রামের সরকারী গোপাট দিয়ে বর্ষা মৌসুমে নৌকা চলাচল করে থাকে। ওই গোপাট দিয়ে বড়বিল এবং হাওরে নৌকাযোগে গরুর ঘাসকাটাসহ নিত্যপ্রয়োজনে নৌকা চলাচল করত। কিন্তু রিফাতপুর গ্রামের ইনছান উল্লাহ পুত্র সুমন মিয়া ও ছাবই মিয়ার পুত্র আব্দুল হাই গোপাটটি ভরাট করে দখল করে নিয়েছেন। সুমন মিয়া গোপাটের উত্তর দিকে এবং আব্দুল হাইয়ের দক্ষিণ দিকে মাটি ভরাট করছেন। গ্রামবাসীর বাধা উপেক্ষা করে মাটি ভরাট করে কাজ করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা স্থানীয় জনগণের। দখলবাজ সুমন ও আব্দুল হাই এর কবল থেকে সরকারী গোপাটটি রক্ষা করতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শে সদর ইউনিয়নের তহশিলদারের নেতৃত্বে একদল লোক সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। তদন্তকারী কর্মকর্তা বিষুপদ ভট্রাচায্য গত বৃহস্পতিবার সরকারী গোপাট শ্রেণী ভূমি উদ্ধারের জন্য একটি প্রতিবেদন উপজেলা সহকারীকমিশনার (ভূমি) নিকট দাখিল করেছেন।