মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। গতকাল রবিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম রফিক মিয় (৩০)। তিনি শরিয়তপুরের বাহেরচর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টাকাগামী একটি ট্রাককে দুইটি পিকআপ ওভারটেক করার সময় ত্রিমুখি সংঘর্ষ বাধে। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল নিহত চালককে উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জাম চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী ট্রাক ও দুইটি পিকাপ ওভারটেক কারার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক মিয়ার লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে।