প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জননেতা তারেক জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার জেলা বিএনপি’র উদ্যোগে হবিগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সুলতানীয়া লাইব্রেরী পয়েন্টে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, জেলা বিএনপি সদস্য মোঃ সামছুল ইসলাম মতিন, জেলা বিএনপি সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা বিএনপি সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা ওলামাদল সভাপতি ক্বারী মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ্ নোমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা তাঁতীদল সহ-সভাপতি মুকিম চৌধুরী, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, শেখ আজিজুর রহমান, শেখ সোহেল, নূরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক সোয়েব চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, সদর উপজেলা তাঁতীদল আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক মীর কামরুজ্জামান, বানিয়াচং উপজেলা তাঁতীদল যুগ্ম আহবায়ক আবুল হাসান আসাদ, এনাম খাঁন, আলীম উদ্দিন, শাহ্ মজনু, মোঃ বাচ্চু মিয়া, আব্দুল মোছাব্বির, জসিম উদ্দিন, জেলা ছাত্রদল সদস্য তামিম আহমেদ শিমুল, মোঃ সুমন, সুন্দর আলী, সাক্কু মিয়া, খায়রুল ইসলাম, শেখ আল জাবির, শাকির মিয়া, রাসেল মিয়া, প্রমূখ।
বক্তব্যে এডভোকেট এনামুল হক সেলিম বলেন, বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি জনগণের সুখ দুঃখের অংশীদার হয়ে রাজনীতি করে তাই বর্তমান অবৈধ হাসিনা সরকার জনগণের আতংকে আতংকিত হয়ে জনগণের নেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই বছরের অধিককাল যাবত অন্যায়ভাবে আটক রেখেছে। সমাবেশ থেকে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জননেতা তারেক জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবী জানাই অন্যথায় উদ্ভুত পরিস্থতির সকল দায় এই অবৈধ সরকারকেই নিতে হবে।