স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার শত বছরের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেলস্টেশন। ব্যস্ততম এ স্টেশনে নেই মানসম্মত যাত্রীসেবা। শায়েস্তাগঞ্জ রেল স্টেশন রাতে নিরাপত্তাহীন হয়ে পড়ে। দিনে যাত্রীর ভিড় থাকলেও রাতে একদমই যাত্রী শূন্য হয়ে পড়ে স্টেশন। কোন সময়ই স্টেশনে টহল নেই রেলওয়ে পুলিশের। ফলে চুরি ছিনতাইয়ের মত ঘটনা যেমন ঘটছে তেমনি হয়রানীর শিকার হচ্ছে যাত্রীরা। ঢাকা, সিলেট, চট্টগাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা সহ বিভিন্ন রুটের যাত্রীদের ভিড় থাকে দিনে। তবে রাতে প্রায় যাত্রীশূন্য হয়ে পড়ে স্টেশন। কেননা মাঝে-মধ্যেই যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, কিংবা জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্টেশনের পাশের ঝোপ-ঝাড়ে হরহামেশাই চলে মাদকের আড্ডা। কারণ স্টেশনগুলোতে নেই রেলওয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের টহল। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে রেলওয়ে পুলিশ ফাঁড়ি থাকলেও বেশি সময়ই বন্ধ থাকে দরজা। এ অবস্থায় স্টেশনগুলোতে নিরাপত্তা বাহিনী কিংবা জিআরপি পুলিশের টহলের ব্যবস্থা করার দাবি জানিয়েছে যাত্রী ও স্থানীয়রা। তারা জানান, ভাল লাগে বলেই ট্রেনে যাতায়াত করি। সরকারের কাছে দাবি স্টেশনে যেন দ্রুতই পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়। প্রতিদিন এ স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ট্রেন চলাচল করলেও নানা সমস্যায় জর্জরিত স্টেশনটি। এ স্টেশনে সব ট্রেনের যাত্রী থাকলেও রয়েছে টিকিট সংকট। ভেঙে গেছে স্টেশনের বসার সিট, নেই কোনও টয়লেট ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। অন্যদিকে রয়েছে চুরি-ছিনতাই আর মাদকসেবীদের আড্ডা। বিশিষ্ট সমাজ সেবক হামিদুল হক জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনটি একটি ঐতিহ্যবাহী রেলস্টেশন। প্রথমত এই রেলস্টেশনটির আশপাশের পরিবেশ অত্যন্ত নোংরা। মানুষ এর আশপাশ দিয়ে চলাফেরা করার সময় অনেক দুর্গন্ধ সহ্য করতে হয়। নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, গভীর রাতে যখন দূরদূরান্ত থেকে স্টেশনে মানুষজন আসে তখন তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে চুরি, ছিনতাই, প্রতারক চক্রের একটি দৌরাত্ম্য লক্ষ্য করা যায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের আশপাশের এলাকায়। আইন-শৃড়খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, স্টেশন এলাকা থেকে চুরি ছিনতাই প্রতিরোধে প্রশাসনকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। ঐতিহ্যবাহী স্টেশনটির সুদিন ফেরাতে, সরকারের আন্তরিক উদ্যোগ চাই।