চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় ৫নং শানখলা ইউনিয়নের পাট্টাশরীফ গ্রামের মঙ্গু মিয়ার পুত্র শানু মিয়া (৩০) ও একই গ্রামের মৃত মালই মিয়ার পুত্র সাজু মিয়া (২২) কে বিশেষ অভিযান চালিয়ে পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, শনিবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পাট্টাশরীফ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। চুনারুঘাট থানার এসআই মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শানু মিয়া ও সাজু মিয়াকে নিজ বসত বাড়ী হতে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। শনিবার দুপুরের দিকে পলাতক ২ আসামীকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে।