মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইটাখোলা আলীয়া মাদ্রাসার মুক্তিযোদ্ধা মৌলানা আসাদ আলী চার তলা ভবনের উদ্ভোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্ভোধন করেন। পরে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শাহ আব্দুল আওয়াল লিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রহম আলী, মহিউজ্জামান হারুন, যুগ্ম সাধারন সম্পাদক তাজুল ইসলাম, এডঃ শফিউজ্জামান ফরহাদ, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার রায়, রফিকুল ইসলাম প্রমুখ। শিক্ষা মন্ত্রণালয়ের ৩ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হবে।