স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল শিল্পনগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় হিরা ফুডকে ৫ হাজার টাকা জরিমানা এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকরি কমিশনার ভূমি মাশফিয়া আক্তারের নেতৃত্বে সদর থানার একদল পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরির জন্য হিরা ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, গত ১৫ দিন আগে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, অভিযান প্রতিদিন চলবে।