স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নারীর ক্ষমতায়নে বদ্ধ পরিকর। এ সরকারের আমলে নারীদের ব্যাপক কর্মসং¯’ান হয়েছে। যে কারণে দেশের উন্নয়নে পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন নারীরা। ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এমপি আবু জাহির। তিনি আরো বলেন, সাংগঠনিক কার্যক্রমে হবিগঞ্জে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ প্রসংশার দাবিদার। ভবিষ্যতে সংগঠনে আরো সুসংগঠিত করার স্বার্থে প্রতিটি ইউনিটের সম্মেলন অনুষ্ঠানসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া জাহির এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইসমত আরা জলি, শওকত আরা চৌধুরী, শাহনারা চৌধুরী, তাহেরা চৌধুরী, অ্যাডভোকেট মোসাদ্দেকা আক্তার নেলী, অ্যাডভোকেট হাসনা চৌধুরী, মাধবী চৌধুরী, লুৎফুন্নেছা চৌধুরী স্মৃতি, জাহেনারা আক্তার বিউটি, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা, সালেহা বেগম চৌধুরী, মাহমুদা জাহান এনি, মেহেরুন্নেছা চৌধুরী মজু, অ্যাডভোকেট তাহমিন রুবানা হক চৌধুরী, সৈয়দা শরীফা আক্তার কুমকুম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সাবিনা চৌধুরী, পৌর মহিলা কাউন্সিলর খালেদা জুয়েল, অর্পণা বালা পাল ও পিয়ারা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নারী নেত্রীবৃন্দ। আলোচনা সভায় মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী উপস্থিত ছিলেন।