বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মোঃ লুৎফুর রহমানের উমরাহ হজ¦ পালন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় বড়বাজারস্থ আহ্বায়কের অফিস কক্ষে তাৎক্ষণিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, বিএনপি নেতা মুজিবুল হোসেন মারুফ, ওয়ারিশ উদ্দিন খান, ফরহাদ হোসেন বকুল, এডঃ আব্দুল কাদির, সালা উদ্দিন ফারুক, মোঃ তোফা মিয়া, ছাত্রদল নেতা মোঃ সোহেল মিয়া প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল্লাহ যেন তার উমরা হজ্বকে কবুল করেন এবং সুন্দরভাবে হজ্ব সম্পন্ন করে সুস্থ্যভাবে দেশে ফিরে আসেন সে জন্য দোয়া করেন।
উল্লেখ্য আজ সকালে সিলেট বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং আগামী ৯ মার্চ উনার দেশে ফেরার কথা রয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। সময় স্বল্পতার কারনে সবার সাথে যোগাযোগ করতে না পারার কারনে দুঃখ প্রকাশ করেছেন।