স্টাফ রিপোর্টার ॥ নৈতিক স্খলনের অভিযোগে জেলা আইনজীবি সমিতির ২ সদস্যকে দুই বছরের জন্য বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবি সমিতির সাধারণ সভায় তাদেরকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডঃ বদরু মিয়া। সাধারণ সম্পাদক এডঃ রুহুল হাসান শরীফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডঃ রহমত এলাহী, এপিপি মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, নজরুল ইসলাম, মহিবুর রহমান বাহার, আব্দুল হালিমসহ ১৭ জন আইনজীবি।
বহিস্কৃত আইনজীবিরা হলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডঃ আবুল কামাল ও এডঃ আবুল খায়ের আজাদ। এ বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক এডঃ রুহুল হাসান শরীফ।
সূত্রে জানা যায়, নারী কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগে উল্লেখিত দুই আইনজীবির বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের এই অনৈতিক কর্মকান্ডের কারণে জেলা এডঃ সমিতির ভাবমূর্তি নষ্ট হয়। এ কারণে সংগঠনের নিয়ম অনুযায়ী জরুরী সভায় তাদেরকে সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। সম্প্রতি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় তলায় সরকার কর্তৃক বরাদ্দ এপিপির কক্ষে দরজা বন্ধ করা অবস্থায় এক নারীর সাথে পাওয়া যায় এডঃ আবুল কালামকে।