স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আড্ডা দেয়ার সময় হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়াম থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সদর থানার ওসি মোঃ মাসুক আলীসহ একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন কপি হাউজ থেকে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার আবুল কালামের পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র শাহরিয়ার (১৭), সদর উপজেলার ওলিপুর গ্রামের আব্দুল আউয়ালের পুত্র একই কলেজের ছাত্র রনি মিয়া (২০), ওই গ্রামের শাহিদ মিয়ার পুত্র বৃন্দাবন সরকারী কলেজের ছাত্র রাফি মিয়া (১৯), শহরের মোহনপুর এলাকার জাহির মিয়ার পুত্র বৃন্দাবন কলেজের ছাত্র মামুন মিয়া (১৮), উমেদনগর গ্রামের হামদু মিয়ার পুত্র শাহানরাজ (২১), রাজনগর এলাকার হেলাল মিয়ার পুত্র একই কলেজের ছাত্র রনি (১৭), সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র একই কলেজের শাহীন মিয়া (১৬), ওলিপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মনির হোসেন (১৮), বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের আবিদুর রহমানের পুত্র হবিগঞ্জ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র সোহাগ মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, জহুর চান কলেজ, সিলেট এমসি কলেজ, শায়েস্তানগর আলী ইদ্রিছ স্কুল এন্ড কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ জন ছাত্রী। যাদের ছবি ও নাম মানবিক কারণে দেওয়া হয়নি।
ওসি মাসুক আলী জানান, প্রায়ই স্কুল কলেজের সময় শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন কপি হাউজসহ আধুনিক স্টেডিয়ামে আড্ডা ও আমোদ ফুর্তি করে। এদিকে অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে যাতে উঠতি বয়সের শিক্ষার্থীরা এ রকম কোন কর্মকান্ড করতে না পারে। এ অভিযান নিয়মিত চলবে। তাই সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান। আপাতত অভিভাবকদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।