আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির তালা ভেঙ্গে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে ডাকাতদের হামলায় ঘরের গৃহকর্তাসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। গত রবিবার গভীর রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের নুরুল শাহ’র বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। নুরুল শাহ জানান, বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিছুদিন পূর্বে নুরুল শাহর ভাই পরিবার নিয়ে যুক্তরাজ্য থেকে বাড়িতে এসেছেন। গত রবিবার দিবাগত রাত অনুমান ২টার দিকে একদল মুখোশধারী ডাকাত বাড়ির কলাপসিবেল গেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে সবার হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৩ লক্ষাধিক টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার, ১টি লাইসেন্সধারী বন্দুক, ১২টি দামী মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা ঘরের গৃহকর্তা নুরুল শাহ (৩৮), তার মাতা সামছুন্নাহার (৭০), লন্ডন প্রবাসী রহমান শাহ (৫০) ও নাঈম শাহ (১১) কে রড দিয়ে বেধরক মারপিট করে আহত করে। এ সময় লন্ডন প্রবাসীর বোন মোবাইল ফোনে প্রতিবেশিকে জানিয়ে দিলে সাথে সাথে মসজিদের মাইকে ডাকাতি এসেছে বলে ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অসিফার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, ডাকাতদের গ্রেফতার পূর্বক ও লুটপাট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।