স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আওতাধীন ৭টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ৮টি ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা শেষে এসব ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো: আবু জাহির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। ঘোষিত অনুযায়ি ইউনিট গুলোর সম্মেলনের তারিখ হল-১৩ মার্চ (মঙ্গলবার) আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, ১৪ মার্চ (শনিবার) মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, ১৯ মার্চ (বৃহস্পতিবার) বাহুবল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, ২৮ মার্চ (শনিবার) হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, ২৯ মার্চ (রবিবার) চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, ৩০ মার্চ (সোমবার) নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, ৩১ মার্চ (মঙ্গলবার) বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও ৫ এপ্রিল (রবিবার) হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মেলনকে স্বাগত এবং নিজ নিজ বলয়ের নেতাদের স্বাগত জানিয়ে তাদের ছবি সম্বলিত বিভিন্ন ধরণের পোস্ট/কমেন্ট করে যাচ্ছেন। আর বর্তমান ও ভবিষ্যতে নেতৃত্বে আসা নেতাদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। তৃণমূল নেতাকর্মীদের মাঝে অনেকটাই চাঙ্গা আমেজ বিরাজ করছে। পদপপ্রত্যাশী নেতারা কেন্দ্রীয় নেতাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ রক্ষা ও তৃণমূল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। কে হবেন নতুন সভাপতি-সেক্রেটারি এমন আলোচনা চায়ের টেবিল থেকে শুরু করে হাটবাজারের সর্বত্র চলছে। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। সম্প্রতি দলের নেতৃত্ব থেকে অনুপ্রবেশকারী, দুর্নীতিবাজ ও বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী,দক্ষ ও তৃণমূলের সাথে সম্পৃক্ত স্বচ্ছ ভাবমূর্তির পরিচ্ছন্ন নেতাদের বাছাইয়ে ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তাদের সুবিবেচনাপ্রসুত একটি সঠিক নেতৃত্ব উপহার দেবেন বলে অনেকেই মতামত প্রকাশ করেছেন।