নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় যুবসংহতির প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি শনিবার বিকালে এরশাদ শপিং কমপ্লেক্স এর ২য় তলায় উক্ত প্রতিনিধি সম্মেলনে উপজেলা জাতীয় যুবসংহতির সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক মোঃ সরওয়ার শিকদার এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক স্বপন চৌধুরী ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সদস্য ও উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু’র যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ মুফতি মিয়া, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা যুবসংহতির সদস্য সচিব ওলিউর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি আবু ইউসুফ, জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, এম এ মতিন চৌধুরী, অলিদুর রহমান অলিদ, আব্দুল হাই, মোজাহিদুল ইসলাম শাহীন, আহমদ রেজা, হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, উপজেলা যুবসংহতি নেতা তোফায়েল আহমদ ছায়েদ, মির্জা হোসাঈন হামজা, আব্দুল হাই, নিউটন সুত্রধর, সাইফুল ইসলাম খোকা, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, ইউনিয়ন যুবসংহতি নেতা শাহ জাহাঙ্গীর আলম কামাল, ফখর উদ্দিন, নোমান মিয়া, রফি মিয়া, জাবেদ আহমদ, আব্দুল মতিন মুন্না। উপস্থিত ছিলেন জাতীয় পার্টিনেতা হাজী সিরাজ উদ্দিন, ভুলা দাশ, এলখাছুর রহমান, নুরুল ইসলাম মহরির, নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, ইয়াওর মিয়া, মোঃ হায়দর মিয়া, ডাঃ লুৎফুর রহমান, কর্পোলার (অবঃ) লুৎফুর রহমান, সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, মুন্সেফ আলম, খালিশ মিয়া, আব্দুল কদ্দুস খান, এলাওর মিয়া, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, অলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার, পৌর সেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ চৌধুরী, সেচ্ছাসেবক পার্টিনেতা আবুল বাসার শিপন, ছয়ফুল আলম, ছায়েদ মিয়া, ছায়েদ মিয়া (২), সাইফুল ইসলাম, জাওয়ারুল ইসলাম, শাহীন মিয়া, বাবলু মিয়া, জোবায়ের আহমেদ, কাইয়ুম মিয়া, ছাত্র সমাজ নেতা আনোয়ার আলী প্রমুখ।