প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নে “সন্ত্রাস নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামুলক সভা” অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ ভবের বাজার মাঠ প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা পুলিশ ও বেসরকারী এনজিও সংস্থা আমার উদ্যোগে এই সভা অনুষ্টিত হয়।
ইউনিয়ন চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম। বিশেষ অতিথি ছিলেন ডিভিশনাল ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ও আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ কামাল হোসেন খান।
সভায় প্রধান অতিথি বলেন, আদর্শ পরিবার গড়তে নারীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ব্যাপারে নারীদের আরও সচেতন হতে হবে।