মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ কুশিয়ারা নদীতে বালু মহাল নিয়ে চলছে হরিলুট মতবিনিময় সভায় জেলা প্রশাসক তারুন্যের শক্তিতে বলিয়ান হলে এদেশে টেকসই মুক্তি আসবে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা ॥ ১ বছরে স্বাক্ষী দিয়েছেন ১ জন পইলে খাদ্য সামগ্রী বিতরণকালে জি কে গউছ ॥ রাজনীতি করব নিজের বাড়িতে থেকে পালিয়ে অন্য দেশে যেতে চাই না নবীগঞ্জের কালাভরপুরে হামলায় আহত হাদীর অবস্থা সংকটাপন্ন নবীগঞ্জে স্বামীর বাড়িতে যৌতুকের জন্য নির্যাতনের স্বীকার কেয়া রানী তদন্তে পুলিশের পক্ষপাতের অভিযোগ নবীগঞ্জে নটিংহাম বিএনপির উদ্যোগে শেখ সুজাত মিয়ার শীতবস্ত্র বিতরণ আজ পবিত্র শবে মেরাজ নবীগঞ্জে ৯৬ ব্যাচ বন্ধু সেলিমকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা কালনী গ্রামে প্রবাসী দিপু হত্যা ॥ ৬ আসামি গ্রেপ্তার

জাতির পিতার দর্শন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নিতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন। ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধু লড়াই-সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপোষহীন। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। আর সে কারণেই তিনি আমাদেরকে মহান স্বাধীনতা এনে দিতে পেরেছেন। জাতির পিতার দর্শন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে।
হবিগঞ্জে মুজিববর্ষ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করনের জন্য আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এমপি আবু জাহির আরো বলেন, আমাদের আগামী প্রজন্মকে যেমন মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কাহিনী জানাতে হবে, ঠিক তেমনই হানাদার ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল শামসের হত্যা, নারী নির্যাতন, দমন, পীড়ন আর তাদের পৈশাচিকতা সম্পর্কেও অবহিত করতে হবে। যাতে করে তারা উভয়পক্ষের কথা জেনে সামগ্রিক মুক্তিযুদ্ধকে বুঝতে পারে। না হলে তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আর বীরত্বের কথা ভুলে যাবে।
সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সেলিম মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com