প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রমজানপুর-উমরপুর নিয়ে গঠিত ৬নং ওয়ার্ড গণফোরামের কমিটি গঠনকল্পে গতকাল এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন গণফোরামের আহবায়ক মোঃ নজরুল ইসলাম চৌধুরী। ইউনিয়ন গণফোরামের যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবির তালুকদার ও শীতেশ সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের যুগ্ম আহবায়ক মাওলানা মুশাহিদ আলী। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন গণফোরামের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, যুগ্ম আহবায়ক ওয়াদুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে সালেহ আহমদকে সভাপতি, জহুর লাল সরকার, আলাউদ্দিন মিয়া ও দিলীপ সরকারকে সহ-সভাপতি, প্রদীপ সরকারকে সাধারণ সম্পাদক, সুজন সরকার ও প্রনজিত সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক, সজল সরকারকে সাংগঠনিক সম্পাদক ও সুভাষ সরকারকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক, প্রিতেশ সরকারকে অর্থ সম্পাদক, চন্দন সরকারকে প্রচার সম্পাদক এবং নিতাই সরকার, ইউসুফ আলী, ক্ষিতেশ সরকার, আনন্দ সরকার, কৃষ্ণদাস সরকার, কামরুল মিয়া, বিরেন পাল,কৃপেশ সরকার, রথীন্দ্র সরকার, সুরঞ্জন সরকার, গফুর মিয়া, ইকবাল মিয়া, বিরেন পাল, অমর পাল, গপেশ সরকার, সুপেন্দ্র সরকারকে সদস্য ৩১ সদস্য বিশিষ্ট গণফোরামের ৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদ আহমদ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার হাতকে শক্তিশালী করতে ইউনিয়নের তৃণমূল পর্যায়ে সংগঠন কে আরো সুসংগঠিত করার আহবান জানান।