স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা বাজেট ও উন্নয়ন বাজেট জনঅংশগ্রহণের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসডিএম ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসুচির আয়োজন করে গণতান্ত্রিক বাজেট আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা।
ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তৃতা করেন, দর্পন সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. মাহবুব মুর্শেদ, জাতীয় মহিলা সংস্থার সাবেক সভাপতি জাহানার আফসর, এডঃ আবুবক্কর ছিদ্দিকী, এডঃ গৌরাঙ্গ কর, এডঃ শাহ ফখরুজ্জামান ও এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণব প্রমুখ।
বক্তরা দেশের সকল জেলায় জেলা বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন বাজেটে জনগণকে সম্পৃক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং কৃষি বান্ধব বাজেট প্রণয়নের দাবী জানান।