নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীর লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, খেলাধুলা মানুষকে মানুসিক ও শারীরিকভাবে সুস্থ্য রাখে। যারা নিয়মিত খেলাধুলা করে তারা কখনই মাদকাসক্ত ও খারাপ কাজে জড়িত হয়না। যুবকদেরকে খেলাধুলায় আগ্রহী করতে পৃষ্টপোষকতায় সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে গজনাইপুর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে ও পঞ্চরঙ্গ ভলিবল কাবের আয়োজনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দুই দিন ব্যাপি আয়োজিত টুর্নামেন্ট মোট দশটি দল অংশ গ্রহন করে। ফাইনালে চুনারুঘাট ভলিবল দলকে পরাজিত করে গজনাইপুর পঞ্চরঙ্গ ভলিবল কাব চ্যাম্পিয়ান হয়। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দেবপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, শফিকুর রহমান ফুল মিয়া, মোদাব্বির হোসেন, আজির উদ্দিন, লুৎফুর রহমান, শাহ গোলাম ইজদানী শামীম, সাবের আহমেদ চৌধুরী, আজিজুর রহমান আজাদ, সাংবাদিক এম.এ মুহিত, প্রভাষক মোশারফ মিঠু, ইউপি সদস্য গোলাম মর্তুজা স্বপন, শাহ জুবায়ের আহমেদ, সালেহ আহমেদ শামিম, আনছার চৌধুরী, শাহ নুরুজ্জামান প্রমূখ।