প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, এনটিভি ও আমার দেশ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীকে সভাপতি ও নয়া দিগন্ত এবং দিগন্ত টিভির প্রতিনিধি দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার গত ৩ মে হবিগঞ্জ কমিটি অনুমোদন প্রদান করেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, সহ সভাপতি হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, যুগ্ম সম্পাদক এডভোকেট শায়লা পারভিন, সাংগঠনিক সম্পাদক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনূর, অর্থ সম্পাদক জিটিভির হবিগঞ্জ প্রতনিধি মোঃ নুর উদ্দিন, নির্বাহী সদস্যরা হলেন- বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট নারী উদ্যোক্তা এডভোকেট রুখসানা জামান চৌধুরী, বানিয়াচং উপজেলা শাখা মানবাধিক কমিশনের সভাপতি এস.এম খোকন, বানিয়াচঙ্গের সাংবাদিক মোশাহেদ মিয়া, প্রধান শিক্ষক এম এ তাহের, মানবাধিকার কমিশনের শায়েস্তাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রকিব। মানবাধিকার কমিশনের হবিগঞ্জ কমিটির অনুমোদিত অনুলিপি হবিগঞ্জের মাননীয় জেলা ও দায়রা জজ, হবিগঞ্জের জেলা প্রশাসক, হবিগঞ্জের পুলিশ সুপার এবং সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী বরাবরে প্ররেণ করা হয়েছে।