নাটকে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তীকে নাট্যজন সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সিলেট নাট্য পরিষদ গুণীজন সম্মাননা ২০২০ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পক্ষ থেকে এ পদক প্রদান করা হয়। সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।