মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ব্যাপক হারে ডায়রিয়ার পাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষসহ অর্ধশতাধিক লোক চিকিৎসা নিয়েছেন। ডাক্তারা চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন। অনেকেই ওয়ার্ডে সিট না পেয়ে হাসপাতালে মেঝেতে অবস্থান নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরমে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত ১ সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় অর্ধশতাধিক লোক স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ডায়রিয়া আক্রান্তরা হলেন-মনি আক্তার (২৮), শিশু শারমিন (১৮ মাস) আকলিমা (৭), ফরিদা বেগম (২০), ইবাদুল হক (১৮), শাকিব মিয়া (১২), ইয়াছিন (৭), লুৎফা বেগম(৪০), অলিউর রহমান (১৩), অধুমনা (৩), রিয়াদ (২) রমেশ কর (৫০), রাজু মিয়া (৫),সফিক মিয়া (৫০), জাহান মিয়া (১৪), শেশ লাল উদ্দিন (৮০), শাহীনুর (২), এনামুল হক (৫০), রিপন সরকার (২৪), নারায়ন (৫০), কাঞ্চন বিবি (৬৫), ফাহিমা (১৩), নাছিমা (২), লাবনী (২), আবুল (৪২), সবুজ মিয়া (১ মাস) মুস্তাকিম (১), আচল বিবি (৪৪), গগন (২), নাদিয়া (১), পুষ্প বেগম (৫৫), তানজিম (৪ মাস), দিলারা বেগম (২৭), রকিব আলী (১), জ্যোৎস্না বেগম বেগম (৩৪), আয়ারুন বেগম (৩২), হাসান (২) রনি আহমদ (৪), মিতালি (২), আলীবান নেছা (৬০), ইব্রাহিম (৩) সাগর সরকার (৪), কাজল মিয়া (৪০), আলেয়া বেগম (২২) কে গত এক সপ্তাহে উল্লেখিতরা চিকিৎসা নিয়েছেন নবীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে।