স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের পুকুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামীলীগ নেতা অরুন দাশ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখাল বাজারে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও পুকড়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজতৈনিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীরা অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আরব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিশ^জিৎ দাশ, সহ-সভাপতি রাখাল দাশ, আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি আফরোজ মিয়া, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নূরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মোফাচ্ছল হোসাইন, মুহিত লাল দাশ, ফারুক আহম্মেদ, শাহীন মিয়া মেম্বার, দুলা মিয়া, আবুল কাশেম বিল্লাহ নোমান, শাহীন মিয়া, আলী হায়দার, পবিত্র কুমার দাশ, সফিকুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউপি সদস্য অরুন দাশের প্রকৃত খুনী ও আসামীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচির নেয়ার হুশিয়ারী উচ্ছারণ করেন।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারী সকালে পশ্চিম পুকড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে ইউপি সদস্য অরুন দাশের রক্তাক্ত লাশ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। এ ঘটনায় নিহত অরুন দাশের ছেলে প্রশান্ত দাশ ৩/৪ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ্য করেন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের বাসিন্দা আসামীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আসামীরা রবিবার ভোরে বাড়িতে আসার সময় অরুন দাশকে রাস্তায় পেয়ে তাকে ডেকে নিয়ে হত্যা করে।