নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউপির এক সাবেক মেম্বারের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। গত শুক্রবার দুপুরে স্থানীয় পাঞ্জারাই বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত মেম্বার মনর মিয়া বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করগাওঁ ইউপির শ্রীধরপুর (গুমগুমিয়া) গ্রামের আব্দুল কাদিরের মাদক সেবী ছেলে আনছার মিয়া ও আলা উদ্দিনের মাদকসেবী ছেলে জুবায়ের মিয়া মিলে একই এলাকার জনৈক বিলাল মিয়ার একটি দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে বিলাল মিয়া সাবেক মেম্বার মনর মিয়ার কাছে বিচার প্রার্থী হলে উক্ত মেম্বার উক্ত চোরদ্বয়দের ডেকে চুরির ঘটনার বিচারের বিষয়ে আলোচনা করলে তারা মেম্বারের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে শুক্রবার দুপুরে মেম্বার মনর মিয়া স্থানীয় পাঞ্জারাই বাজারে নিজ ব্যবসা প্রতিষ্টানে যাওয়ার পথে চোরের দল পুর্ব থেকে ওৎ পেতে থাকা সাবেক মেম্বারের উপর হামলা করে প্রাণে হত্যার চেষ্টা করে। এ সময় মেম্বার দৌড়ে আত্মরক্ষা করেন। এর আগেও উক্ত মাদকসেবীরা মেম্বারের উপর হামলার চেষ্টা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সাবেক ওই মেম্বারের আত্মীয় স্বজনদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।