স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ ব্রীজ এলাকায় কাজ করতে গিয়ে পিডিবির জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক লাইনম্যানের সারা শরীর জ¦লসে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। সে ২নং পুল এলাকার আকবর আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে পিডিবির মাস্টার রোলে লাইনম্যানের কাজ করে আসছে। গতকাল ওই সময় মেরামত করতে গেলে হঠাৎ বিদ্যুৎ তারে জড়িয়ে গুরুতর আহত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।