আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল বাইপাস সড়কের পাশ থেকে ৩৫০ পিস থেকেসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হচ্ছে- পৌর এলাকার নোয়াবাদ (কালনী) গ্রামের আব্দুল মতলিবের পুত্র শাহজাহান (৩০) ও মৌলভীবাজার জেলার কদুপুর এলাকার সুফি মিয়ার পুত্র সাব্বির মিয়া (২০)।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামের নির্দেশনায় এসআই দেবাশিস তালুকদার এর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ শহরতলীর ধুলিয়াখাল বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের ২জনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।