রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-শিক্ষার্থীদের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশের জন্য জ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে গ্রাম আর শহর বলে কোন কথা নেই। এখন গ্রামের শিক্ষার্থীরাও সর্ব ক্ষেত্রে অনেক ভাল করছে। তাদের ভাল করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। শিক্ষা বিস্তারে সম্মেলিত ভাবে কাজ করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। তিনি গতকাল রোববার বিকালে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা পুরষ্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ফুলকলি কিন্ডার গার্ডেন’র অধ্যক্ষ সাইফুল হক মৃধা, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জগদীশপুর জে.সি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মুদরেকুল হোসাইন, ধর্মঘর কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, শিক্ষক সালাউদ্দিন, বিজয়ী ছাত্রী নিশাত তাবাসুম ইতি, ছাত্র রোকনজামান প্রমূখ। পরে বিজয়ীদের মধ্যে অতিথিরা সম্মাননা প্রদান করেন।