চুনারুঘাট প্রতিনিধি ॥ ভারতীয় মাদক দ্রব্য বহনের দায়ে পংকজ দাশ (৩২) ও আবুল কালাম (৩৫) নামের দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সকাল ৯ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর এ দণ্ডাদেশ প্রদান করেন। বিজিবি সূত্র ও এলাকাবাসী জানান, শনিবার রাত প্রায় ১১ টার দিকে ওই ২ ব্যক্তি টেকেরঘাট গ্রাম থেকে ভারতীয় ৭ বোতল অফিসার চয়েজ হুইস্কি নিয়ে আসামপাড়া আসলে বাজার সেক্রেটারী আঃ মালেক তাদেরকে আটক করে বাল্লা বিজিবি’র কাছে হস্তান্তর করেন। বিজিবি জোয়ানরা গতকাল রবিবার সকালে তাদেরকে চালান দেয় চুনারুঘাট থানায়। পুলিশ তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্র্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (ঘ) ধারায় দোষী সাব্যস্থ করে প্রত্যেককে ৫ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত পংকজ দাসের বাড়ী চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামে। তার বাবার নাম প্রদীপ দাস। আবুল কালামের বাড়ী একই উপজেলার উত্তর আমকান্দি গ্রামে। তার বাবার নাম আঃ ছত্তার। আটক মাদক দ্রব্য বিনষ্ট করা হয়েছে। বাজার সেক্রেটারী মালেক জানান, আসামীরা ছাড়া পেয়ে সদলবলে রবিবার দুপুরে তার দোকানে চড়াও হয়ে দেখে নেয়ার হুমকী দিয়েছে। এ কারনে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন।