অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার রেলওয়ে জংশনের সম্পত্তিতে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তবে ক্ষুদে ব্যবসায়ীসহ জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারন লোকজনের মাঝে চলছে মিশ্র প্রতিক্রিয়া। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ২ পর্যন্ত দুইদিন ব্যাপী উচ্ছেদ অভিযানের প্রথম দিন শেষ হয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ম্যানেজার এম সালাউদ্দিন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও স্থানীয় পুলিশ প্রশাসন। রেলওয়ে ভূমিতে অবৈধ ভাবে গড়ে উঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুই দিনের অভিযানে দেড় হাজারেরও বেশি স্থাপনা উচ্ছেদ হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রেলওয়ের প্রায় পাঁচশত কোটি টাকার সম্পত্তি উদ্ধার হবে বলে ধারণ করা হচ্ছে। সরজমিনে ঘুরে দেখা যায়, শহরের দাউদনগর বাজার এলাকায় কথিত পৌর মার্কেটের প্রায় দেড় শতাধিক দোকান পাঠ, পরিত্যক্ত রেল কোয়ার্টার, প্লাটফর্মের ভিতরে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এক চা দোকানদার সফিক মিয়া বলে আমার এই দোকানের টাকা দিয়ে সংসার চলে এখন আমি ৪ সন্তান নিয়ে পথে বসে যাবো। না খেয়ে মরতে আমাদের গরীবের পেটে লাথি দিল রেলওয়ে কর্র্তৃপক্ষ। তবে বড় অংকের টাকা দিয়ে কর্মকর্তাদের ম্যানেজ করে নিছে প্রভাবশালী দোকানদার। তাই অনেক দোকান গুলোতে ক্রস চিহু থাকা সত্বেহ উচ্ছেদ করা হয়নি। আজ শেষ দিনেও উচ্ছেদ করা হবে কিনা সন্দেহ আছে।