স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের রামনগর গ্রামে এক ব্যক্তির জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিরোধপূর্ণ ভূমিতে মামলা থাকা সত্বেও মাটি কাটার অভিযোগ রয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, জেএল নং ১৬০ এর দাগ নং ৬৩১/৬৩৭, ৯০ শতক জমি খরিদা সূত্রে ওই এলাকার বাসিন্দা মৃত আন্তাচরণ পালের পুত্র প্রহলাদ চন্দ্র পাল। তিনি দীর্ঘদিন ওই জমি ভোগ দখল করে আসছেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করার সুযোগে একই গ্রামের মৃত সুধীর দেবের পুত্র সূর্যকান্ত দেবসহ কয়েকজন ওই ভূমি দখল করার ষড়যন্ত্র করছে। বিরোধপূর্ণ ওই জমি থেকে মাটি বিক্রি করা হচ্ছে।