নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পৃথক স্থানে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রবিবার সকালে ও বিকেলে উপজেলার পৌর এলাকার চরগাও, তিমিরপুর, কুশি ইউনিয়নের জালালসাপ, আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিমিরপুর গ্রামের বিপাশা বেগম (৬০), চরগাও গ্রামের আঃ রহিম (৪০), জালালসাপ গ্রামের নাজমা (৩৬), আবুল মিয়া (৫০), আঙ্গুর মিয়া (৫০) ও পিটুয়া গ্রামের কুলসুমা (২৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।