বানিয়াচং প্রতিনিধি ॥ ধান ফসলের ফলন পার্থক্য কমানো প্রকল্পে মাঠ দিবস অনুষ্ঠানে বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ প্রধান অথিতির বক্তব্যে বলেছেন, কৃষকদের উন্নত প্রশিক্ষন নিয়ে ধানের ফলন পার্থক্য কমিয়ে বানিয়াচঙ্গ উপজেলায় সর্বোচ্চ ফলন গড়ে তুলতে হবে। গতকাল সোমবার বিকালে স্থানীয় ৩নং ইউনিয়নের ঢালি মহল্লায় ইউপি সদস্য জলিল মেম্বারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, কৃষি সম্প্রসারন অফিসার কাজী সাফিয়া ফেরদৌসী, উপসহকারী কৃষি কর্মকর্তা মহি উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কৃষি কর্মকর্তাগণ উন্নত ধানের জমি পরিদর্শন করেন।