স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে রোববার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পুলিশের সকল পর্যায়ের পুরুষ নারী সদস্যসহ সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন। এতে ভলিভল, ফুটবল, দৌড়, শিশুদের চকলেট দৌড়সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি ও পুলিশ সুপার পতœী তানিয়া আরাফাত, সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান মনির, মোঃ মোজাম্মেল হক, সিআইডি’র বসুদত্ত চাকমাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুলিশ সুপারের সৌজন্যে পুলিশ লাইন্সে রাতে ডিনারের আয়োজন করা হয়। এতে পুলিশ সুপার সহ সকল পুলিশ কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারগন অংশগ্রহণ করে।