স্টাফ রিপোর্টার ॥ শাযেস্তাগঞ্জের নিজগাও থেকে হৃদয় মিয়া নামে এক মাদকসেবী যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ওই ব্যবসার গডফাদার পালিয়ে যায়। গত রোববার সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ নিজগাও মাদক ব্যবসায়ী রুমেলের আস্তানায় অভিযান চালিয়ে হৃদয়কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ছালেক মিয়ার পুত্র। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।