নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে গত শনিবার রাতের আধারে স্বর্ণ ব্যবসায়ী সুমন দেব (২০) হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এসময় তার সাথে ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তিনি নিহতের স্বজনদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে এ হত্যাকান্ডের সাথে যে বা যারা জড়িত অপরাধী যেই হউক প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে শাস্তির জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।