প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ঘোষপাড়ার বাসিন্দা জেলাবারের সাবেক সদস্য প্রয়াত এডভোকেট ভানু রঞ্জন পালিত এর শ্রাদ্ধানুষ্টান গতকাল রবিবার হবিগঞ্জ বেবী স্ট্যাান্ডস্থ আলিফ কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। অনুষ্টানে হবিগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ মোঃ আফসানুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মঞ্জুর উদ্দিন শাহিন, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, এডঃ সালেহ আহমদ, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক সালেহ উদ্দিন, হবিগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডঃ স্বরাজ বিশ্বাস, জেলা পূজা উদযান পরিষদের সাবেক সভাপতি এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, জেলা সৎসঙ্গের সাবেক সভাপতি এডঃ গৌরাঙ্গ কর, এডঃ জিসি দেবনাথ, এড. নিলাদ্রী শেখর পুরকায়াস্থ টিটু, জেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক সুনীল চন্দ্র দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, অঞ্জন পুরকায়াস্থ, প্রায়াতের ভাই কলিকাতার কাজল পালিত, দিল্লীর শ্যামল পালিত, অষ্ট্রেলিয়া প্রবাসী ড. সজল পালিত, এড. রনজিত দত্ত, এড. সুফী, এড. মুরালী ধর, এড. দীপক কর উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রয়াত এড. ভানু রঞ্জন পালিত (৭২) গত ১১ এপ্রিল হবিগঞ্জ ঘোষপাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন।