প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির হবিগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সমিতির সভাপতি আব্দুর রব খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দেব’র পরিচালনায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সোমেন চৌধুরী, সদস্য মিলন হোসেন। বক্তব্য রাখেন, মিলন হোসেন, আব্দুল কাইয়ূম, ইকবাল হোসেন, মোশাহেদ আলী, মোঃ মাসুক মিয়া, ইব্রাহিম মিয়া প্রমুক।
সভায় আলোচনাক্রমে আব্দুর রব খাঁনকে উপদেষ্টা, রঞ্জন কুমার দেবকে সভাপতি ও মোশাহেদ আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, মোঃ আব্দুল আলী, যুগ্ম-সম্পাদক মোঃ নোমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুক মিয়া, প্রচার সম্পাদক লিটন দেবনাথ, কোষাধ্যক্ষ ইব্রাহিম মিয়া, দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমীন, মহিলা সম্পাদিকা রুমানা বেগম, সম্মানীত সদস্য আব্দুল কদ্দুছ, আব্দুল কাইয়ূম, আব্দুস শহীদ, তাহির মিয়া, আব্দুল মন্নান, আব্দুর রউফ, লিটন মিয়া, সতিষ দেবনাথ, নুরু মিয়া, সাহেব আলী, আব্দুর নূর, রঞ্জন মনি ঋষী, শংকর ঋষী, রিমন সরকার, আফনান চৌধুরী, হ্যাপী রাণী, জয়নাল আবেদীন।