চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিপুল পরিমান চোরাই সেগুন গাছ আটক করছে বিশেষ টহল বাহিনী। আটককৃত সেগুন গাছের অনুমান মূল্য ৪ লক্ষাধিক টাকা হতে পারে। বন বিভাগ সুত্র জানায়, গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে চুনারুঘাটস্থ বন ওসি শুভময় বিশ্বাস এর নেতৃত্বে চুনারুঘাট পৌর শহরের ব্র্যাক অফিস সংলগ্ন রাস্তার পাশে অভিযান চালিয়ে ৬৩ টুকরা চোরাই সেগুন গাছ আটক করেন। এর মধ্যে ৫০ টুকরা গোল ও ১৩ টুকরা বল্লি মধ্যে মোট ১৩৮ গনফুট সেগুন গাছ। আটককৃত চোরাই সেগুন গাছের অনুমান মূল্যে ৪ লক্ষাধীক টাকা হবে। আটককৃত গাছ গুলি চুনারুঘাট বন অফিসে জব্দ করা হয়েছে।