চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নারী ও শিশু নির্যাতন মামলার ২ পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। জানা যায়, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাঁচগাতিয়া গ্রামে অভিযান চালিয়ে হাদেজ আলী মোল্লার ছেলে পলাতক আসামী আব্দুল হক (৩২) কে আটক করে। এদিকে একই দিন রাত ২টায় চুনারুঘাট থানার এস আই কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বড়াইল গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুল হাই’র ছেলে পলাতক আসামী সেলিম মিয়া (৩০) কে আটক করে। আটককৃতদের রবিবার দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।